পার্লে প্রথম ওয়ানডে ম্যাচে ৩১ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল দক্ষিণ আফ্রিকা। বাভুমা (১১০) ও ডুসানের (১২৯) সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৪ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে।
জবাবে ভারত ৮ উইকেটে ২৬৫ রানে থেমে যায়। লুঙ্গি, শামসি ও ফেলুকোয়েয়ো ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ডুসান।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি রয়েছে আগামীকাল। আর এই মাঠেই রয়েছে ম্যাচটি। সিরিজ বাঁচাতে জেতার বিকল্প নেই ভারতের। এর আগে টেস্ট সিরিজে হেরেছে তারা।