পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে শাহেনশাহ আফ্রিদির নেতৃত্বে থাকা লাহোর কালান্দার্স। লাহোরে ছিল ফাইনাল ম্যাচ। মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসকে হারিয়ে শিরোপা জেতে তারা।
লাহোরের মোহাম্মদ হাফিজ ব্যাট হাতে ৬৯ রান করার পাশাপাশি ২ উইকেটও নেন। লাহোর প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান তোলে। ডেভিড উইসে শেষে ৮ বলে ২৮ রান করে স্কোরকে বড় করেন।
মুলতান ৪২ রানে হেরে যায়। তাদের ইনিংস থামে ১৩৮ রানে (১৯.৩ ওভারে অলআউট) ।