পিএসজির বিদায় : রেফারিং নিয়ে অভিযোগ তুলে মেজাজ হারালেন খেলেইফি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০১:০১ পিএম

পিএসজির বিদায় : রেফারিং নিয়ে অভিযোগ তুলে মেজাজ হারালেন খেলেইফি

 

রাতে বিদায় হয়েছে পিএসজির। বেনজেমার অসাধারণ হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ের ডিরেক্টর নাসের আল খেলেইফি নাখোশ রেফারিং নিয়ে। উয়েফা তার আচরণ তদন্ত করে দেখছে। তেমন কিছু হলে শাস্তির মুখে যেতে পারেন তিনি। কি করেছিলেন গত রাতে-

 

ঘটনা ১:

খেলেইফি ও লিওনার্দো ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সাথে খুব বাজে ব্যবহার করেছে। পিএসজির খেলোয়াড়রা খুব ক্ষুব্ধ ও হতাশ।

 

ঘটনা ২:

খেলেইফি এর পরে রেফারির লকার রুমে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও রেফারির দিকে অনেক কিছু ছুঁড়ে মেরেছেন। গায়েও হাত তুলেছেন বলে শোনা যায়। এই ঘটনা রিয়াল মাদ্রিদের কজন কর্মচারী ভিডিও রেকর্ড করেছে। খেলেইফি তাকেও হত্যা করার হুমকি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

 

ঘটনা ৩:

লিওনার্দো যেকোনো কিছুর বিনিময়ে ধারণকৃত ভিডিও রেকর্ড চেয়েছে রিয়ালের কাছে।।

 

ঘটনা ৪:

বড় ধরনের শাস্তির মুখে পরবে খেলেইফি যদি পেরেজ চায়। সব নাটাই এখন পেরেজের কাছে।

 

ঘটনা ৫:

রেফারি উয়েফার কাছে রিপোর্ট করেছে। উয়েফা  ভিডিও ফুটেজ চেয়েছে এবং রিয়াল উয়েফাকে ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে।

Link copied!