প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক হচ্ছে লিওনেল মেসির। আগামী ২৯ আগস্ট ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে খেলবেন তিনি। আর সে ম্যাচে প্রতিপক্ষ রেইমস।
প্যারিস চলতি মৌসুমে ২টি ম্যাচ খেলেছে। আর দুটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। মেসি ও নেইমার এখনো মাঠে নামেননি একসঙ্গে। ২৯ আগস্ট এই দুজনকে একসঙ্গে দেখা যাবে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের কোচ পচেত্তিনো বলেন, ‘কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও পর্যন্ত মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে তার।’
প্রাক মৌসুম অনুশীলনে ঘাটতি থাকার কারণে, দ্রুত মাঠে নামতে জোরালোভাবে অনুশীলন করে যাচ্ছেন মেসি। কোনো অলসতা নেই তাতে। বরং অন্যদের চেয়ে বেশি সময় দিচ্ছেন তিনি অনুশীলনে।