পুরনো যোদ্ধার জন্য উন্মুখ হয়ে আছে কলকাতা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২১, ০৪:০৪ পিএম

পুরনো যোদ্ধার জন্য উন্মুখ হয়ে আছে কলকাতা

আর মাত্র একমাস পর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তিন মৌসুম পর আবারও বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

১৪তম আসরের নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয়  শাহরুখ খান। নিলামে তার ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।

সাকিবকে দলে পেয়ে এবারও বেশ উচ্ছ্বাসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের ব্যাটিং ও বোলিংয়ের কিছু পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারো তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তর সইছে না।’

২০১১  সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ক্যারিয়ার শুরু করেন সাকিব আল হাসান। সেই থেকে টানা ৭ আসরে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়েই খেলেন তিনি। পরে ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা।

এরপর টানা দুই মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান অলরাউন্ডার সাকিব। পরবর্তীতে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় সবশেষ গত আসরে সাকিব আইপিএল খেলতে পারেননি। তবে এবার নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, চলতি আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।

সাকিবকে দলে নিতে চেষ্টা করেছিলেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত নাছোরবান্দা কলকাতাই তাদের পুরনো যোদ্ধা সাকিবকে দলে নেয়।

Link copied!