পেলের নামে বিশ্বের সবদেশে স্টেডিয়াম চায় ফিফা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০৫:৫৩ পিএম

পেলের নামে বিশ্বের সবদেশে স্টেডিয়াম চায় ফিফা

গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি ফুটবলার পেলে। সোমবার তার প্রিয় ক্লাব সান্তোসে চলছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান।

আর সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাঁড়িয়ে অনুরোধ করলেন, প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম দেখতে চান তিনি।

ফিফা সভাপতি বললেন, ‘পেলে চিরন্তন। ‘রাজার’ প্রাপ্য সম্মান অবশ্যই ফিফা দেবে। আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি। ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পেলে কে ছিলেন।’

ইনফান্তিনো সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন।’

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তিনি শায়িত হবেন। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়। তবে তাঁর শেষকৃত্যে থাকবেন শুধুই পরিবারের সদস্যরা।

Link copied!