জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেড়িয়ে গেছেন সিরাত জাহান স্বপ্না এবং আঁখি খাতুন। আর কোচিং করাবেন না সাবিনাদের নিয়মিত কোচ গোলাম রব্বানী। তাই অনেকটাই ভাঙ্গা হাট মেয়েদের ক্যাম্প। উপরন্তু ১৫ মে’র পর ১০ জুন- দুদফা সময় দিয়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গড়াতে পারেনি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। তাই মন খারাপ সাবিনাদের। ফলে ছুটি দেওয়া হয়েছে ক্যাম্পের সবাইকে।
১৫ মে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা ছিল। হয়নি। পরে বাফুফের সভাপতি ১০ জুন এই লিগ শুরুর বিষয়ে নিশ্চয়তা দেন। কিন্তু আজ শুরু হচ্ছে না এই লিগের খেলা। ফলে হতাশ হয়ে পড়েছেন সাবিনারা। কোচ গোলাম রব্বানি পদত্যাগ করায় এমনিতেই ক্যাম্প চলত ঢিলেঢালাভাবে। এরপর ফ্র্যাঞ্চইজি লিগ বারবার ঘোষণা দেওয়ার পর না হওয়ায় মেয়েরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ফলে মানসিকভাবে উন্নতির জন্য তাদের ছুটি দেওয়া হয়েছে। সহকারী কোচ মাহবুবুর রহমান বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, হচ্ছে করে শুরু হয়নি। তাই মেয়েরা হতাশ হয়ে পড়েছে। তাছাড়া আট থেকে নয় মাস একাধারে অনুশীলনের মধ্যে রয়েছে তারা। তাই বৃহস্পতিবার থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। অনেকেই ওই দিন চলে গেছে। বাকিরা আজ (শুক্রবার) যাচ্ছে। ১৩ জুন সবাই রিপোর্ট করবে। পরদিন আবার অনুশীলন শুরু হবে। এতে খেলায় তাদের মনযোগ বাড়বে আশাকরি।