বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু হচ্ছে ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২১, ০৪:৩১ এএম

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু হচ্ছে ২৮ মার্চ

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ-২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট।

আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই টুর্নামেন্ট প্রতিযোগিতা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে ৫ দলে একে অন্যের বিপক্ষে লিগ পদ্ধতিতে লড়াই করবে। এরপর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের কাবাডির ইতিহাসে দেশের মাটিতে এটিই সবচেয়ে বড় টুর্নামেন্ট; যেখানে পাঁচটি দেশের জাতীয় দল অংশ নিবে।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে নিয়ে লোগো উন্মোচন করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দীর্ঘদিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই সক্ষমতা আমাদের আছে। দুইজন বিদেশি কোচ এবং চারজন স্থানীয় কোচ দিয়ে দলকে প্রস্তুত করা হচ্ছ।

এই প্রতিযোগিতাকে সামনে রেখে ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে ১০ মার্চ থেকে। নিজেদের কোর্টে খেলা বিধায় শিরোপায় চোখ রাখছেন মাসুদ করিম-আরদুজ্জামান মুন্সিরা।

বর্তমান অধিনায়ক মাসুদ করিম নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, আমাদের প্রস্তুতি খারাপ নয়। ভারতীয় কোচের অধীনে অনুশীলন চলছে। আমরা বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হতে চাই। তবে অন্য দলগুলোর পাশাপাশি শ্রীলঙ্কা আমাদের অন্যতম বাঁধা। এশিয়ান গেমসে তাদেরকে হারিয়েছিলাম। আবার এসএ গেমসে তাদের কাছে হেরেছি। তবে আমরা আশাবাদী এবার আর সেই ভুলগুলো হবে না। আমরা শিরোপা জিততে পারবো।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কাপ কাবাডি নিয়ে নানান দিক তুলে ধরেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের(র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক।

Link copied!