বসুন্ধরার সামনে আজ মাজিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২২, ১২:৩০ এএম

বসুন্ধরার সামনে আজ মাজিয়া

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের আরও একটি এএফসি কাপ মিশন শুরু হচ্ছে আজ। ডি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে লড়াইয়ে নামবে বসুন্ধরা। কলকাতার বিশ্বভারতী যুব ক্রীড়াঙ্গণে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত নয়টায়। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

এএফসি কাপে তৃতীয়বার অংশগ্রহন বাংলাদেশের এই ক্লাবটির। ২০২০ সালে প্রথমবার টিসি স্পোর্টসের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিল বসুন্ধরা। করোনার কারণে এএফসি কাপের ওই আসর ভেস্তে গিয়েছিল তাদের।

পরের আসরে দুর্ভাগ্যবশত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বসুন্ধরাকে। তবে নতুন করে নিজেদের এই মিশন শুরু করতে চান বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। তার কথায়, ‘বসুন্ধরা কিংস আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) মানের একটি দল, সেটা তারা প্রমাণ করেছে। আমরা এখনও এএফসি কাপে হারিনি। আমি চাই এই ধারাটা বজায় রাখতে। অনেকেই ভাবছে কিংস ফেভারিট। তবে আমি এই ধারণার পক্ষপাতি নই। যদি ফেভারিট ভেবে খেলা শুরু করি. তবে ওখানেই শেষ। আমি আন্ডারডগ হিসেবে খেলতে পছন্দ করি।’ প্রতিপক্ষ মাজিয়াকে নিয়ে ব্রুজেনের কথা, ‘গতবারের মাজিয়া আর এবারের এই দলটি এক নয়। এবার তারা অনেক শক্তিশালী। তাই প্রথম ম্যাচটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’ ইনজুরিতে থাকা সাবেক অধিনায়ক তপু বর্মনকে নিয়ে অস্কার বলেন, ‘তপু আমাদের অন্যতম খেলোয়াড়। সে আমাদের অধিনায়ক ছিল। তবে কঠিণ মঞ্চে কঠিণ প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বাস আছে, তার না থাকা আমাদের খুব বেশি ভোগাবে না।’

Link copied!