গত ২৮ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ৩৬ দিন পর গতকাল ছোটনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার বাফুফে থেকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি পান তিনি।
তবে এর আগে ২ জুলাই থেকেই বাংলাদেশ আর্মি নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন গোলাম রব্বানী ছোটন।
গত এক মাস ধরে তাঁর অভিমান ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এখনো নারী ফুটবল দলের জন্য নতুন কোচ এখনও চূড়ান্ত করা হয়নি। কিন্তু গোলাম রব্বানী ছোটন নতুন করে শুরু করেছেন তাঁর কোচিং ক্যারিয়ার। দুই মাসের চুক্তি করেছেন সেনাবাহিনীর সাথে। আগামী জুলাই-আগস্ট বাংলাদেশ আর্মি নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর পর প্রিমিয়ার লিগে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর।
এতদিন শুধু নারী ফুটবল দলের সাথে কাজ করলেও এবার পুরুষ দলকেও কোচিং করার ইচ্ছা প্রকাশ করেছেন ছোটন। তিনি বলেন, ‘এতদিন আমি নারী দলের সঙ্গে কাজ করেছি। এখন আর এর মধ্যে থাকতে চাই না। আমি ক্লাব কোচিং করাব, সেটা নারী-পুরুষ যে দলই হোক। হতে পারে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ।’