ওয়ানডেতে বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে এগিয়ে। এমনটাই জানালেন মোসাদ্দেক হোসেন। জিম্বাবুয়ে থেকে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দ্য রিপোর্টের পাঠকের জন্য তা তুলে ধরা হলো। আজ একদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে। ১৬ জুলাই থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে ওয়ানডেতে কে এগিয়ে...
আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলেই হয়ত এটা নেই। এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। দলের জন্য যা খুবই ভালো দিক।
জিম্বাবুয়ে সফর নিয়ে আপনাএ পূর্ব অভিজ্ঞতা...
২০১৫ সালে 'এ' দলের সাথে জিম্বাবুয়ে সফরে এসেছিলাম। প্রায় ছয় বছর আগের মতই উইকেট কন্ডিশন আছে। টেস্ট ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। শুরুর এক ঘণ্টা ছাড়া বোলাররা খুব বেশি সহায়তা পাবে না। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।
আপনার ব্যক্তিগত চাওয়া...
নিউজিল্যান্ড সফরে চোট পাওয়ার পর তা সারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলি। শেষ ম্যাচে ভালো করলেও শেষ করে আসতে পারিনি। এখানে ভূমিকা থাকবে দায়িত্ব পেলে শেষ করা। ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি, বড় দলে খেলেছি এটা অবশ্যই ভালো লাগার বিষয়।
দলে নিজের অবস্থান নিয়ে কী ভাবনা...
আমরা যারা একসাথে খেলা শুরু করেছিলাম তাদের জন্য পারফর্ম করা ও দলে থিতু হওয়ার এটাই সঠিক সময়। ধারাবাহিকতার ওপরে কিছু নেই। আমরা ধারাবাহিক হতে পারলে দলে জায়গাও পোক্ত হবে। এতে দলও উপকৃত হবে। পারফরম্যান্সের ওপর কিছুই নেই, অবশ্যই পারফরম্যান্সের দিকেই নজর দিচ্ছি।