বাংলাদেশ ফুটবলের দলের নতুন কোচ লেমোস

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৪:৫৮ পিএম

বাংলাদেশ ফুটবলের দলের নতুন কোচ লেমোস

 

আবাহনীর দায়িত্ব পালন করা পর্তুগিজ কোচ মারিও লেমোস শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌'আবাহনীর কোচ মারিও লেমোসকে শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন।‌'

এর আগে ২০১৭ সালে মারিও লেমোস বাংলাদেশে জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে এসেছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নেন।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অস্কার ব্রুজনকে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন চার জাতি টুর্নামেন্টের জন্যও তাকে দায়িত্ব দেওয়ার কথা ভেবে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু টানা কাজ করায় ক্লান্ত অস্কার ব্রুজন আর দায়িত্ব নিতে চান না। এমন অবস্থায় কোচশূন্য হয়ে পড়ে জাতীয় দল। তাই নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পর্তুগালের মারিও লেমোসকে।

Link copied!