বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০৯:২৬ পিএম

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসবে ভারত

বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট খেলতে পূর্ণ শক্তির দল নিয়েই আসবে ভারত। টি-২০ বিশ্বকাপ শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে তাঁরা তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। নিউজিল্যান্ডের সিরিজ থেকে অবশ্য বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দলটির অভিজ্ঞ ইনফর্ম ব্যাটার বিরাট কোহলি। তবে বাংলাদেশ সফরে আসবেন তাঁরা।

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়েই আসছে ভারত। কে এল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত খেলবেন ওয়ানডে ফরম্যাটে। পেস আক্রমণে থাকবেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার ইয়াশ দয়াল। তিনিও থাকবেন সফরে। ইনজুরি থেকে ফেরা রবিন্দ্র জাদেজাকেও দেখা যাবে দলে। দুই ফর্মেটেই অধিনায়ক থাকবেন যথারীতি রোহিত।

দলে থাকবেন বিরাট কোহলি, শুভমন গিল ও রাহুলরাও। অভিজ্ঞ স্পিনার রবিশচন্দন অশ্বিন ও বাঁ-হাতি লেগি কুলদীপকে নেওয়া হয়েছে। শামি, সিরাজের সাথে পেস আক্রমণে শানাবেন গতিময় উমেশ যাদব। 

সফরে বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। প্রথম ওয়ানডে ৪ ডিসেম্বর মাঠে গড়াবে। পরের দুই ম্যাচ হবে ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম টেস্ট ১৪ ও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ ডিসেম্বর। কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের মধ্যে সিরিজ হওয়ায় আকর্ষণীয় এই সিরিজ দর্শক টানতে পারবে কিনা তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। 

ভারতের ওয়ানডে দল

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখও ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, ইয়াশ দয়াল। 

ভারতের টেস্ট দল 

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবিশচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল,  কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব। 

Link copied!