বাংলাদেশ সেন্ট লুসিয়ার অগ্নিপরীক্ষায়

ক্রীড়া ডেস্ক

জুন ২৪, ২০২২, ০৭:১৫ পিএম

বাংলাদেশ সেন্ট লুসিয়ার অগ্নিপরীক্ষায়

টপ অর্ডার ব্যাটসম্যানদের বার বার ব্যর্থতার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ। আজ সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজটি ২ ম্যাচের। ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দ্বিতীয়টি জিততে চাইবে সিরিজ বাঁচাতে। 

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস। এছাড়া আইসিসি টিভিতে বিনামূল্যে খেলাটি দেখা যাবে। 

সিরিজের প্রথম টেস্টে সফরকারী বাংলাদেশ ৭ উইকেটে পরাজিত হয়েছে। ওই ম্যাচেও যথারীতি চরম ভাবে ব্যর্থ ছিল টাইগার দলের টপ অর্ডার।  এই ব্যর্থতার কারণে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।  টেস্ট অধিনায়ক হিসেবে তৃতীয় বারের মতো নেতৃত্ব শুরু করা অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ওই পরাজয়ের মুল কারণ ছিল টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৪৫ রানের মধ্যে ৬ উইকেট হারায় টাইগাররা।

 

Link copied!