আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট

বাংলাদেশ ৫৪৬ রানে হারাল আফগানিস্তানকে

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৩, ০৬:২৬ পিএম

বাংলাদেশ ৫৪৬ রানে হারাল আফগানিস্তানকে

মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। 

আফগানিস্তানকে ৬৬২ রানে টার্গেট দিয়েছিল টাইগাররা। জবাবে ১১৫ রানে অলআউট সফরকারী দলটি। গতকাল টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেট হারায় তারা। আজ  বাকি ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। 

তাসকিন ৪টি ও শরীফুল ৩টি উইকেট নিয়েছেন। হাসমতউল্লাহ শহীদি রিটায়ার্ড হার্ট হন। আর একটি করে উইকেট মিরাজ ও এবাদতের। 

শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি কোনো দলের। আফগানিস্তানকে বিধ্বস্ত করে ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৯৩৪ সালের পর এটাই সবচেয়ে বড়।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে পাঁচশো রানের বেশি ব্যবধানে জেতার নজির আছে কেবল তিনটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড, ১৯৩৪ সালে ইংল্যান্ডকে আবার ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। পরেরটিও অজিদের। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল তারা।

টেস্টে রানের দিক থেকে এর আগে বাংনাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ।

বিস্তারিত আসছে........

 

Link copied!