বাংলাদেশকে সমীহ করছে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

মে ১৪, ২০২২, ০২:২০ এএম

বাংলাদেশকে সমীহ করছে শ্রীলংকা

বাংলাদেশের বোলিং আক্রমণকে খাটো করছেন না লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি মনে করেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ বা তাসকিন আহমেদ না থাকলেও বাংলাদেশ ভয়ঙ্কর দল। তিনি বলেন,‘ আমি মনে করি মিরাজ ও তাসকিনের অনুপস্থিতিতেও বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ ভালো। কোনোভাবেই এ আক্রমণকে খাটো করা ঠিক হবে না। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কন্ডিশন অনেকটা এক হলেও আমাদেরকে তাদের মাটিতে খেলেই জিততে হবে। জয়ের জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি আমাদের নিতে হবে।’

২০১৮ সালে দুই দল যেবার সবশেষ জহুর আহমেদে খেলেছিল রান বন্যায় ভেসেছিল ম্যাচ। চট্টগ্রামে এবারও ব্যাটিংবান্ধব উইকেট মিলবে বলে ধারণা করছেন করুনারতেœ, ‘আমি মনে করি চট্টগ্রামের উইকেট অনেকটাই ব্যাটিংবান্ধব। এখানে তিনটি টেস্ট খেলেছি। সবশেষ টেস্টে ১১০০+ রান হয়েছে। ম্যাচগুলো প্রতিটি হাই স্কোরিং হয়েছে এবং শেষমেশ ড্র হয়েছে। এবার আমরাও চেষ্টা করবো ম্যাচে ফল বের করার।’ 

 

Link copied!