আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত ছিল ভারতের। অন্যদিকে বাংলাদেশও বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ আগেই নিশ্চিত করেছে। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেত আয়ারল্যান্ড। কিন্তু ওয়ানডে সুপার লিগের অংশ সিরিজটির প্রথম ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। বৃষ্টির জলে ভেসে যায় আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন।
মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সরাসরি ৮ দলের শেষ দল হিসেবে ভারতে যাওয়ার টিকিট মিলেছে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে বিশ্বকাপে পা রাখতে হলে আইরিশদের জিম্বাবুয়েতে খেলতে হবে বাছাইপর্বের ম্যাচ।
এ ছাড়া ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নিয়েছে আরও ছয়টি দল। তারা হলো- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে। সুপার লিগের মাধ্যমে আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় রইলো বাকি দুই। এই দুটি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে এটার বাছাইপর্ব।
বাছাইপর্বে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সাথে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।