বাংলাদেশের জয় : বিশ্বাস করতে পারছেন না তামিম ইকবাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:১৬ পিএম

বাংলাদেশের জয় : বিশ্বাস করতে পারছেন না তামিম ইকবাল

তামিম ইকবালের চোখে-মুখে আনন্দের রেখা! তিনি তো বিশ্বাসই করতে পারছেন না যে, প্রথম ওয়ানডে ম্যাচটি তারা জিতেছেন। ম্যাচশেষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ সত্যি বলতে, ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে, ম্যাচটি আমরা জিতেছি। তবে আমি তাদের (আফিফ-মিরাজ) অবিশ্বাস্য ইনিংসে গর্বিত এবং খুবই খুশি। আফগানিস্তানের আক্রমণ ভালো ছিল তবে মেহেদী (মিরাজ) ও আফিফ তাদের কাজটা ঠিকঠাকভাবেই করেছেন। আশা করি তাদের কাছ থেকে এটা শুরু হলো এবং ভবিষ্যতে এমন আরো অনেক দারুণ পারফরম্যান্স দেখতে পাব।’

শুরুতে বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল আফগানিস্তান। তবে আফিফ ও মিরাজের ব্যাটে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি মনে করেন, তারা ৩০ রান কম করেছেন। আফিফ ও মিরাজের পারফরম্যান্সকে অবিশ্বাস্য বলেছেন তিনি। শহিদি বলেন, ‘ আশাদের শুরুটা ভালো ছিল। তবে তারা (আফিফ-মিরাজ) খুব ভালো খেলেছে। কোনরকমই সুযোগই দেয়নি। রীতিমতো অবিশ্বাস্য ছিল। আমরা ৩০ রান কম করেছি। ফজলহক ফারুকির শুরুটা দারুণ ছিল। এরপর তারা দারুণভাবে লড়াই করে ম্যাচে ফেরে তাই কৃতিত্ব তাদের দিতেই হবে।’

Link copied!