বাংলাদেশের দায়িত্বে আবারও হাথুরুসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৭:২৯ পিএম

বাংলাদেশের দায়িত্বে আবারও হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব আবারও চন্ডিকা হাথুরুসিংহের হাতে। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন এই শ্রীলংকান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত বলে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

নিয়োগপ্রক্রিয়ার সব ঠিকঠাক চললে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন হাথুরুসিংহে। মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে কোচ হিসেবে তাঁকে পাবে টাইগাররা।

মঙ্গলবার ধানমন্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হলে হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় বেছে নেয়ার কারণ হিসেবে বলেন, অন্যান্য কোচরা দিন হিসাব করে চুক্তি করতে চায়। কেউই ১২০ থেকে ১৫০ দিনের বেশি দিনের চুক্তি করতে চায় না। হাথুরুসিংহের এমন কোনো শর্ত নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, হাথুরুসিংহে আগে যখন আমাদের এখানে ছিল তখন ছুটি ছাড়া আমাদের হয়েই কাজ করেছে। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেনি। আবার যখন নিউ সাউথ ওয়েলসের কোচ ছিল, সেখানেই কাজ করেছে। তাই আমরা দেখেছি দিন বেইস চুক্তিতে কোচ নিয়োগ দিলে খেলার সময় কোচকে নাও পাওয়া যেতে পারে। এসব দিক বিবেচনা করেই আমরা হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছি। 

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে থেকে স্মরণীয় কিছু সাফল্য এনে দেন এই শ্রীলংকান কোচ। পরে শ্রীলংকার প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়ে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে যান তিনি। এরপর দেশের দায়িত্ব ছেড়ে আবার দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচ হিসেবে। এর আগেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সাউথ ওয়েলসের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন তিনি।

বাংলাদেশের প্রস্তাব পেয়ে আবারও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে টাইগারদের কাছে ফিরছেন হাথুরুসিংহে। 

Link copied!