মালদ্বীপ ও মঙ্গোলিয়ার ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলাররা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে রিপোর্টিং করেছেন। ইতিবাচক ফুটবল খেলে মালদ্বীপের বিপক্ষে জয়ের প্রত্যয় জামাল ভুঁইয়াদের। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার ম্যাচকে সামনে রেখে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ২৩ ফুটবলারের মধ্যে ১৯ জন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে রিপোর্টিং করেছেন।
তবে প্রিমিয়ার লিগের খেলা থাকায় পরে যোগ দেওয়ার কথা রয়েছে আশরাফুল ইসলাম রানা-ফয়সাল ও জাফর ইকবালের। আর পারিবারিক কারণে দুই দিনপর ক্যাম্পে যোগ দেবেন ইব্রাহীম।
সব মিলিয়ে জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন। তার সঙ্গে বাকি কোচিং স্টাফরাও যোগ দেয় ক্যাম্পে। সবশেষ শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের অনুপ্রেরণা নিয়ে মালেতেও সাফল্য পেতে চায় জামাল ভুঁইয়া।