বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২১, ১১:৪২ পিএম

বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান

 

অবশেষের ওপেনিং জুটিতে আশার আলো দেখলো বাংলাদেশ। নাঈম-লিটনের দুর্দান্ত শুরুর পর মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ফিনিশিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করেছে স্বাগতিকরা। ব্যাট হাতে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। 

আজ শুক্রবার বিকেলে টসে জিতে ব্যাট করতে এসে নির্ধারিত ওভারে ৫ পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন নাঈম শেখ।

টসে জিতে দারুণ শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। অস্ট্রেলিয়া সিরিজে ওপিংয়ে জুটিতে আসে সর্বোচ্চ ৪২ রান, কিউইদের বিপক্ষে সেটাকে আরও একটু এগিয়ে রাখলো এই যুগল। ৫৯ রানের মাথায় লিটন ফিরলেন থামে এই জুটি। ২৯ বলে ৩৩ রান করে রাচীন রবীন্দ্রর শিকার হন তিনি। 

সাকিবের সঙ্গে রদবদলে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসে ব্যর্থ হন মুশফিকুর রহিম। নিজের পরের বলেই তাকে ফেরান রবীন্দ্র।  পজিশনে রদবদল করে চারে আসেন সাকিব। কিন্তু তিনিও খুব একটা আশা জাগিয়ানি কিছু করতে পারেননি। কোল ম্যাকননিকের ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে বল তুলে দেন লংঅফে। সেখানে থাকা অভিষিক্ত বেন সিয়ার্স দুই বারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন। ৭ বলে ১২ করে সাজঘরে ফেরেন সাকিব।

একপাশ আগলে রেখে ১৬তম ওভার পর্যন্ত দারুণ ব্যাট করে গেছেন নাঈম শেখ। ৩৯ বলে ৩৯ রান করে রবীন্দ্রর তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। নাঈমের পরপর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসা আফিফ হোসেন ধ্রুবকে ফেরান আজাজ প্যাটেল।

শেষের দিকে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড়ো ব্যাটে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ। শেষ বলে সোহান আউট হওয়ার আগে ৯ বলে করেন ১৩ রান। অন্য পাশে থাকা টাইগার অধিনায়ক অপরাজিত থাকেন ৩৭ রানে।

Link copied!