বাবর-ফাওয়াদে ধকল সামলেছে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৫:০১ এএম

বাবর-ফাওয়াদে ধকল সামলেছে পাকিস্তান

জ্যামাইকায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের ভয়ঙ্কর বাজে শুরু হয়। ২ রানে তারা ৩ উইকেট হারায়। এসময় অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম চতুর্থ উইকেট জুটিতে ১৫৮ রান এনে দেন। ফাওয়াদ রিটায়ার্ড হার্ট হয়ে ৭৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। আর বাবর পরে ৭৫ রানে আউট হন। আলো কমে যাওয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে ৭৪ ওভারের। পাকিস্তান ৪ উইকেটে ২১২ রান তুলেছে। 

মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রানে উইকেটে অপরাজিত রয়েছেন। আজ তারা দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। অনেক বড় দায়িত্ব তাদের। 

এর আগে পাকিস্তানের আবিদ আলি ও ইমরান বাট সমান ১ রান করে আউট হন। আজহার আলি রানের খাতাই খুলতে পারেননি। বাবর ও ফাওয়াদ হাল ধরেন। বাবর ১৭৪ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি মেরেছেন। কেমার রোচের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। আর ফাওয়াদ তো ব্যথা ও খারাপ অনুভব করায় মাঠ ছেড়েছেন। তিনি ১৪৯ বল খেলেছেন। ১১টি চার তার ইনিংসে। 

২ টেস্টের সিরিজ এটি। প্রথম টেস্ট ম্যাচটি ১ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে পাকিস্তানের জেতার বিকল্প নেই। 

Link copied!