উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে লিওনেল মেসির জোড়া গোলে রক্ষা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। তারা ৩-২ গোলে লিপজিগকে হারিয়েছে। চ্যাম্পিয়নস লিগে মেসি এ নিয়ে ৩৭টি ক্লাবের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখালেন। এদিকে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে শাখতার দোনেৎস্ক ও ম্যানসিটি ৫-১ গোলে ক্লাব ব্রাগেকে হারিয়েছে। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের খেলা চলছে। রাতে বড় খেলা ছিল লিভারপুল ও অ্যাটলেটিকোর। লিভারপুল ৩-২ ব্যবধানে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।
রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এছাড়াও বেনজমা এবং রদ্রিগো একটি করে গোল পেয়েছে। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী। রিয়ালের এই জয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে শারিফের বিপক্ষে ৩-১ গোলে সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল পেয়েছে ইডেন জেকো, ভিরজ এবং ভিদাল। এই জয়ের পরও টেবিলের তৃতীয় স্থানে আছে ইতালির চ্যাম্পিয়নরা। আর ৩ ম্যাচে ২ জয় আর এক হার নিয়ে টেবিলের শীর্ষে আছে শারিফ তিরাসপোল।
দুই গোল খেয়ে পিছিয়ে পরা অ্যাতলেটিকো ঘুরে দাঁড়ায় বেশ দারুণভাবে। তবে আতলেটিকো যখন ১০ জনে পরিণত হয় তখন লিভারপুলের সাথে আর পেরে ওঠেনি তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় ডিয়েগো সিমিয়নের দল।