নভেম্বর ২৭, ২০২২, ০৩:১৪ পিএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি হয়।
শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল লুসাইল স্টেডিয়ামে। কাতারের স্টেডিয়ামগুলোর মধ্যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল এখানেই। স্বাভাবিকভাবে ৮০ হাজার দর্শক বসার জায়গা ছিল। কিন্তু সেখানে এদিন মাঠে উপস্থিত ছিলেন ৮৮ হাজার ৯৬৬ জন।
ফিফা জানায়, আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ১৯৯৪ সালের ফাইনালের পর সবচেয়ে বেশি দর্শক দেখবে। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।