সোমবার সকাল ১১ টায় সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। সেখান থেকে ৩০ মে কাতারে যাবে জামালরা। আগামী মাসে কাতারে ওমান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা রয়েছে। কিন্তু কোয়ারেন্টিনের আইন কি হবে সে সংক্রান্ত কাগজ না আসায় অনিশ্চিত ছিল বাংলাদেশের ফুটবল দলের সৌদি যাওয়া।
রবিবার বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে নাম রয়েছে করোনা আক্রান্ত মোহাম্মদ ইব্রাহিমের। ২৮শে মের মধ্যে যদি করোনা নেগেটিভ হন তবেই দলের সাথে যোগ দিবেন এই ফুটবলার। এর আগে ইনজুরির কারনে দল থেকে ছিটকে গেছেন আশরাফুল রানা, সাদউদ্দিন ও বিশ্বনাথ ঘোষ।
বসুন্ধরা কিংস থেকে সর্বোচ্চ ৮ জন জায়গা করে নিয়েছে চূড়ান্ত দলে। চূড়ান্ত দলে ফিরেছেন রাইট ব্যাক তারিক কাজী, মোহাম্মদ ইব্রাহিম ও তপু বর্মন। প্রথম বারের মত বাংলাদেশ জাতীয় দলের চূড়ান্ত দলে সুযোগ পেলেন তারিক কাজী।
বাংলাদেশ ফুটবল দল :
গোলকিপার: আনিসুর রহমান জিকো,শহীদুল আলম সোহেল,রাসেল মাহমুদ লিটন।
ডিফেন্ডার: তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মোঃ ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মোঃ আব্দুল্লাহ, বিপলু আহমেদ।
উঙ্গার/ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মতিন মিয়া, মোঃ মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ জুয়েল।