আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৩, ১২:০২ এএম

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মিরপুরে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিন শেষে তারা ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করেছে। একমাত্র টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। 

প্রথম দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত রয়েছেন। আফগানিস্তানের নিজাত মাসুদ ২টি উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন জহির, আমির ও রহমত। 

বাংলাদেশ একদিনে বিশাল স্কোর পেয়ে গেছে। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে তারা প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছিল। সে রেকর্ড অবশ্য আজ ভাঙেনি। 

প্রচন্ড দাবদাহ। আর সেজন্য প্রথম দিনের খেলা হলো ৭৯ ওভার। সবুজ পিচে আফগান পেসাররা সেভাবে বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি। 

এর আগে নাজমুল হাসান শান্ত (১৪৬) ও মাহমুদুল হাসান জয়ের (৭৬) আত্মবিশ্বাসী ইনিংসে বড় স্কোরের স্বপ্ন দেখছিল টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের বলে আউট হন জাকির। ২ বল খেলে ১ রান করেন তিনি।
দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর জয়ের সাথে দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়েন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আফগানিস্তানের স্পিনার রহমত শাহর বলে ৭৬ রানে আউট হন জয়।  

বিস্তারিত আসছে..........

Link copied!