ভারতে দেশজুড়ে টিকাকরণের দ্বিতীয় ধাপের শুরুতে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন দেশটির জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। টিকা নেয়ার পর টুইট করে তিনি চিকিৎসক, নার্স ও বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার আহমেদাবাদের অ্যাপোলো হাসপাতালে কোভিড কেন্দ্রে গিয়ে তিনি করোনার টিকা নেন। এরপর নিজেই টুইটারে ছবি পোস্ট করে সবাইকে সে খবর জানিয়েছেন তিনি।
টুইটারে শাস্ত্রী লেখেন, 'করোনা টিকার প্রথম ডোজ নিলাম। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি হয়ে ওঠা চিকিৎসক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ। টিকা নেওয়ার সময় সুন্দর ব্যবস্থাপনা ও হাসপাতালের চিকিৎসক এবং স্টাফদের কর্তব্যপরায়ণতায় আমি মুগ্ধ।’
উল্লেখ্য, এই আহমেদাবাদেই আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট শুরু হবে। এখন পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে অন্তত ড্র করতে হবে ভারতকে।
এদিকে মুম্বাইয়ের একটি হাসপতালের কোভিড কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। ৬৪ বছরের পাটিল সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন বলে জানান। ভ্যাকসিন নেওয়ার পরে তিনিও কোভিড কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।