ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২২, ১২:৫১ এএম

ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ফলে তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার কুঁচকির চোটে তামিমের ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানা যায়। তামিমের বাদ পড়ার খবর দিলেও অধিনায়ক ঠিক করেনি বিসিবি। অবশেষে সিরিজ শুরু দুদিন আগে অধিনায়ক চূড়ান্ত করা হলো।

লিটনের নেতৃত্বগুণের বিষয়টি উল্লেখ করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘লিটন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। তাঁর মধ্যে নেতৃত্বগুণও আছে। তাঁর ক্রিকেট মস্তিষ্ক যথেষ্ট ধারালো এবং খেলাটা ভালো পড়তে পারে।’

ভারতের মতো গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে না পাওয়াটাও দলের জন্য ক্ষতি। জালাল ইউনুস এ ব্যাপারে বলেছেন, ‘দুর্ভাগ্য যে আমরা তামিমকে চোটের কারণে এই সিরিজে পাচ্ছি না। তাঁর নেতৃত্বে গত দুই বছরে দল ভালো করছে। এই সংস্করণে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানও। তাঁর শূন্যতা অনুভব করব। এটাও মনে করি, লিটন অধিনায়ক হিসেবে ভালোই করবে।’

Link copied!