ভারতের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশি মেয়েদের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:০৬ এএম

ভারতের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশি মেয়েদের

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশি মেয়েরা দাপুটে জয়লাভ করেছে। মঙ্গলবার নেপালের কাঠমাণ্ডতে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের দল।

২০১০ সাল থেকে এ পর্যন্ত ফুটবল মাঠে ১১ বার মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এরমধ্যে বাংলাদেশ ৯টিতে হারে, ১টি ড্র করে এবং দীর্ঘ এক যুগ পর প্রথম জয়ের স্বাদ লাভ করলো।

নারীদের বয়সভিত্তিক ফুটবলে ভারতের বিরুদ্ধে জয় থাকলেও নেই জাতীয় দলের। নারীদের যে কোনো প্রতিযোগিতায় এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।

খেলার প্রথমার্ধে সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষার্ধে ভারতের জালে আরও একটি গোল দেন সিরাজ জাহান। এর মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বপ্নরা। এবার ১৬ সেপ্টেম্বর সেমিফাইনালে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ । অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে।

মাঠে বল গড়ানোর শুরুর ২২ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যান সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। টুর্নামেন্টে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, সাবিনা খাতুন ও সিরাজ জাহান স্বপ্না (রিতুপর্ণা চাকমা)।

Link copied!