ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ জয়

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ০৫:২১ এএম

ভারতের  সাফ চ্যাম্পিয়নশিপ জয়

প্রবল বৃষ্টি মালদ্বীপের মালে তে। আর এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নেপালকে কোনো সুযোগই দেননি সুনীল ছেত্রীরা। ৩-০ গোলে জয় তুলে নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে।

ম্যাচের ৪৯ মিনিটে সুনীল ছেত্রী গোল করেন।  পরের মিনিটেই সুরেশ সিং ব্যবধান দ্বিগুণ করেন। সাহাল আবদুল সামাদ স্কোর ৩-০ করে ফেলেন যোগ করা সময়ে (৯০+১)। নেপাল গোলের ভাল সুযোগ পেলেও সেভাবে জমিয়ে তুলতে পারেনি আক্রমণ। ফলে হেরে যেতে হয়েছে তাদের।

ভারত সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল। ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাংলাদেশ ফুটবল দলের ফাইনালে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ব্যর্থ হয়ে দেশে ফিরেছে তারা। এই আসরে ৫ গোল করে সুনীল সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ১ অক্টোবর বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, নেপাল ও শ্রীলংকাকে নিয়ে এই আসর শুরু হয়। 

Link copied!