ভারতের সামনে ইতিহাসের অপেক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৪:৫৫ এএম

ভারতের সামনে ইতিহাসের অপেক্ষা

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে এ পর্যন্ত  কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই বন্ধ্যাত্ব ঘোচানোর ভালো সুযোগ টিম ইন্ডিয়ার। কারন প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তাই আজ থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্ট জিতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়তে চায় ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য সিরিজে সমতা আনা। টি স্পোর্টস সম্প্রচার করবে খেলাটি। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৯৯২ সালে প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামে ভারত। এরপর আরও ছয়বার টেস্ট সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। এরমধ্যে পাঁচটিতে হারে, একটি সিরিজ ড্র করে। সর্বমোট সাতটি সিরিজ খেলেছে, ছয়টি হেরেছে, একটি ড্র করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কোন নজির নেই ভারতের। 

২০০৬ ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিলো ভারত। কিন্তু দু’বারই ব্যর্থ হয় তারা। ২০০৬ সালে প্রথম টেস্ট জিতেছিলো ভারত। পরের দুই টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 

২০১০ সালে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের টেস্ট জিতে সমতা আনে ভারত। আর তৃতীয়টি ড্র হয়। ফলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হার এড়াতে সক্ষম হয়  ভারত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সেটিই ছিলো সেরা সাফল্য। 

এবার সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতে ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে জয় পায় টিম ইন্ডিয়া।

Link copied!