ভিয়ারিয়ালের সামনে লিভারপুলের চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০১:৩৬ পিএম

ভিয়ারিয়ালের সামনে লিভারপুলের চ্যালেঞ্জ

 

ব্যক্তিগত নৈপুণ্যে তেমন বিশ্বাস নেই ক্লপের। দলগত সংহতি এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই চালানোই তাঁর কোচিংয়ের মূলমন্ত্র। পজেশনাল অ্যাটাকিং ফুটবলের মাধ্যমেই জয়ের পথ খুঁজে নিতে পছন্দ করেন লিভারপুলের জার্মান কোচ। চলতি মরশুমে মহম্মদ সালাহ-সাদিও মানেরা ধারাবাহিকভাবে আক্রমণাত্মক ফুটবল মেলে ধরেছেন। আজ অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের বিরুদ্ধেও গতিময় ফুটবল খেলে বড় ব্যবধানে জয় তুলে নিতে মরিয়া ক্লপ-ব্রিগেড। তবে ‘ইয়েলো সাবমেরিন’ নামে পরিচিত ভিয়ারিয়ালও চ্যালেঞ্জ জানাতে তৈরি। কোয়ার্টার-ফাইনালে স্প্যানিশ ক্লাবটিকে হাল্কাভাবে নেওয়ার খেসারত দিতে হয়েছিল বার্য়ান কোচ জুলিয়ান নাগেলসম্যানকে। সেই পথে হাঁটতে নারাজ লিভারপুল কোচ।

ইউরোপের ফুটবলে কোনওদিনও বড় ক্লাবের তকমা পায়নি ভিয়ারিয়াল। তবে উনেই এমেরির হাত ধরে সমর্থকরা আশায় বুক বাঁধছেন। গত মরশুমেই প্রথম কোনও বড় ট্রফি (ইউরোপা লিগ) জয়ের স্বাদ পায় তারা।  বিশেষজ্ঞরা এই দলটির সঙ্গে ২০১৮-১৯ মরশুমে আয়াখসের মিল খুঁজে পাচ্ছেন। নক-আউট পর্বে জুভেন্তাসের পর বায়ার্নকে হারিয়ে ভিয়ারিয়াল প্রমাণ করেছে, শেষ চারে ওঠাটা ফ্লুক ছিল না। টিম গেমে বিশ্বাসী কোচ এমেরি। রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে গোল তুলে নেওয়াই তাঁর ফুটবল দর্শন। ডিফেন্সে পাও টোরেস ও রাউলের জুটিই ভিয়ারিয়ালের সম্পদ। তবে চোটের জন্য আক্রমণের প্রধান স্তম্ভ জেরার্ড মোরেনোর ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। তাই গোলের জন্য তরুণ আরনাউত দানজুমার দিকেই তাকিয়ে থাকতে হবে কোচ উনেই এমেরিকে। 

পক্ষাম্তরে, চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে লিভারপুল। বেনফিকাকে দু’লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছয় তারা। প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে থাকা ম্যান সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্লপ-ব্রিগেড। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। অনবদ্য ছন্দে রয়েছেন মহম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৮টি গোল পেয়েছেন তিনি। আক্রমণভাগে তাঁকে সঙ্গত দিতে তৈরি সাদিও মানে ও ডিয়েগো জোতা। প্রতিপক্ষের রক্ষণভাগকে ক্ষত-বিক্ষত করতে এই ত্রয়ীর জুড়ি মেলা ভার। পরিবর্ত হিসেবে নেমেও নিয়মিত গোল পাচ্ছেন লুইস ডিয়াজ। তাই লিভারপুলের আক্রমণভাগ ছন্দে থাকলে ভিয়ারিয়ালের কপালে দুঃখ আছে। তবে চোটের জন্য এই ম্যাচে নেই রবার্তো ফারমিনো। ভিয়ারিয়ালের বিরুদ্ধে নামার আগে ক্লপের মন্তব্য, ‘ছেলেদের বলেছি আরও ক্ষুধার্ত হতে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রতিপক্ষকে খাটো করে দেখলেই সমস্যা।’

 

Link copied!