মনোমালিন্য পাশে রেখে সিরিজ বাঁচাতে তামিম-সাকিব

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩, ২০২৩, ১০:৪০ পিএম

মনোমালিন্য পাশে রেখে সিরিজ বাঁচাতে তামিম-সাকিব

কারেনের তোপে দল যখন ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ডুবন্ত অবস্থায় তখন ব্যাটিং পিচের দুই প্রান্তে তামিম-সাকিব। ড্রেসিংরুমের মনোমালিন্য নিয়ে যারা আলোচনায় ছিলেন গত কিছুদিন ধরেই। সে সবকিছু পিছনে ফেলে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে এই জুটির বন্ধন যেন শক্ত থাকে সেই আশাতেই থাকছেন বাংলাদেশিরা।

৩২৭ রানের বিশাল টার্গেট নিয়ে যখন মাঠে নেমে স্যাম কারেনের বলে ৯ রানে তিন উইকেট চলে গেল তখন সাকিব-তামিমের জুটি সবার মনে আশা জাগাচ্ছে। ১৪ ওভার শেষে দলের ৫৯ রানে নিয়ে এসেছেন তারা।

৯ রানেই সাজঘরে ফেরেন লিটন-শান্ত-মুশফিক। প্রথম ওভারে স্যাম কারেনের দুই বলে শান্ত-লিটনের গোল্ডেন ডাক। এরপর নিজের দ্বিতীয় ওভারে মুশফিককে ফেরান বাঁহাতি এই পেসার। 

এর আগে জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩২৬ রান করে। বাংলাদেশের মাটিতে এটিই তাদের দলীয় সর্বোচ্চ রান। তাই সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে রেকর্ড করতে হবে। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

 

Link copied!