ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ। মালে তে আজ রাতের ম্যাচে জামালরা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে আরো চৌকস ছিল তারা।
এখন সাফের ফাইনালে যেতে অনেক রকম সমীকরণের সামনে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশ (টেবিলে দ্বিতীয়)। ৫টি দল লড়াই করছে এই আসরে। ৪টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের ওপরে সেরা ২টি দল ফাইনাল খেলবে (১ ও ২)। নেপাল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পরের ম্যাচ আবার বাংলাদেশের নেপালের সাথে। এখন নেপালের সাথে জিতলে আবার অন্য দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
বাংলাদেশ প্রথমার্ধে বেশ সুন্দর ফুটবল উপহার দিয়েছে। মালদ্বীপের ফুটবলারদের সেভাবে সুযোগ দেয়নি তারা। তবে মূল সমস্যা যেটা। বাংলাদেশের আক্রমণভাগ গোলে সেভাবে শটেই নিতে পারেনি। অন টার্গেটে মাত্র একটি শট। আর মালদ্বীপ সেখানে ৬টি শট নিয়েছে।
ম্যাচের ৫৫ মিনিটে বক্সে ব্যাক ভলিতে গোল করেন হামজা মোহাম্মদ। ৭৪ মিনিটে পেনাল্টি পায় মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার রোনালদো খ্যাত আলী আশফাক সহজেই গোল আদায় করেন। শেষে মালদ্বীপ আরো গোলের সুযোগ পেয়েছে তবে তারা সমর্থ হয়নি গোল দিতে।
মালদ্বীপ ২টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে তারা নেপালের কাছে ১-০ গোলে হেরে যায়। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় তারা। ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সে ম্যাচে অগ্নিপরীক্ষা জামালদের।