মাহমুদউল্লাহ ও সাকিবে ভর করে বিশাল সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১১:৩৬ পিএম

মাহমুদউল্লাহ ও সাকিবে ভর করে বিশাল সংগ্রহ বাংলাদেশের

মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ বলে ফিফটি (২৮তম বলে আউট হন) ও সাকিব আল হাসানের ৩৭ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে এই বাধা টপকাতে হবে। নয়তো বিদায় আসর থেকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রান করেছে। 

টসে জিতে ব্যাট নেয় বাংলাদেশ। কোনো পরিবর্তন ছিল না বাংলাদেশ দলে। ওপেনার নাইম ওমানের ম্যাচে ফিফটি করেছিলেন। তিনি খালি হাতে (০) ফিরলেন। লিটন ও সাকিব মিলে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি উপহার দেন। লিটন ২৩ বলে ২৯ রান করে সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মুশফিক আবার ব্যর্থ। এবার ৫ রানে আউট হয়েছেন।

অধিনায়ক মাহমুদউল্লাহ ঝড়ো ব্যাট করেন। তার ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কার মার রয়েছে। নুরুল হাসান সোহান ০ রানে ফেরায় বাংলাদেশের স্কোর আরো বড় হতে পারেনি। 

 

Link copied!