মেয়ার্স এর সেঞ্চুরিতে বিপদের আভাস

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ১২:৫৯ পিএম

মেয়ার্স এর সেঞ্চুরিতে বিপদের আভাস

সকালের সেশনে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ঝামেলার মত ঘাড়ে চড়ে বসেছেন আগের দিন অপরাজিত থাকা দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং এনক্রুমা বোনার। প্রথম সেশনে জীবন পেয়ে যেন নতুন উদ্যোমে খেলছেন মেয়ার্স। এ জুটিটা না ভাঙলে স্বস্তি নেই টাইগারদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয়ের নজির নেই। তবে গাট বাঁধিয়ে বসে আছেন মেয়ার্স। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি তুলে নিলেন এই বাহাতি ব্যাটসম্যান। এর আগে গত ২০ এ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচের অভিষেক হয় তার। অন্যদিকে এনক্রুমা বোনার নিজের নামের পাশে লিখেছেন একটি ফিফটি। ১৯০ বল খেলে ৬০ রানে অপরাজিত আছেন তিনিও। অন্যদিকে মেয়ার্স সেঞ্চুরি পেয়েছেন মাত্র ১৭৮ বলেই।

এগারোটি চার আর একটি ছক্কার বাউন্ডারিতে বেশ ভালোই খেলেছেন মেয়ার্স। তিনটি উইকেট তুলে নিলেও বেশ রান দিয়েছেন মিরাজ। তাইজুল তুলনামূলক কম রান দিলেও কোন উইকেটের দেখা পাননি।  

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ প্রথম ইনিংসে ২৫৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২২৬ রান। জয়ের জন্য প্রয়োজন ১৬৯ রান। দিনের শুরুতে ক্যারিবিয়নদের চাপের মুখে মনে হলেও মেয়ার্স এর কল্যাণে এখন উল্টো চাপে পড়েছে মুমিনুলের দল।   

Link copied!