মুশফিক নট আউট ১৭৫, বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট

ক্রীড়া ডেস্ক

মে ২৪, ২০২২, ০৬:৩৮ পিএম

মুশফিক নট আউট ১৭৫, বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট

মুশফিক ১৭৫ রানে নট আউট থাকলেন। লাঞ্চের পর রান আউট হলেন ইবাদত হোসেন। বাংলাদেশ প্রথম ইনিংসে থামলো ৩৬৫ রানে। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এতো দূর আসবে কে ধারণা করেছিল। লিটন ও মুশফিক লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন। 

এর আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সকালটি ছিল শ্রীলংকার। লাঞ্চের আগেই লিটন সহ আরো ৩ উইকেট তুলে নিয়েছে তারা। তবে মুশফিক তখনো অটল ছিলেন। ১৭১ রানে তিনি খেলছিলেন। ইবাদত হোসেন (০) মুশফিককে সাপোর্ট দিয়েছেন।

বাংলাদেশ ৯ উইকেটে ৩৬১ রানে বিরতিতে গিয়েছিল। গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ২৭৭ রান। 

লিটন দাস আজ রাজিথার বলে আউট হন ১৪১ রানে। মোসাদ্দেককে (০) কোনো রানই করতে দেননি রাজিথা। লিটনের ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। এছাড়া তাইজুল ১৫ রান করেন। খালেদ ফিরেছেন শূন্য হাতে। 

 মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ৬ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। 

 

Link copied!