ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবর, লিওনেল মেসি আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলবেন। রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে মহারণ প্যারিস সেইন্ট জার্মেইয়ের। মেসি টানা দুটি লিগ ম্যাচ খেলেননি। চোট ছিল তার।
এদিকে দীর্ঘদিন পর পুরনো কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার দেখা হচ্ছে। গার্দিওলার অধীনে তিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন বার্সেলোনায়। মেসির ওই সময় ক্যারিয়ারের স্বর্ণযুগ ছিল। মেসি পিএসজি তে আসার গুঞ্জন ছিল তিনি ম্যানসিটিতেও যোগ দিতে পারেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।
পিএসজির এবার চ্যাম্পিয়নস লিগের যাত্রা ড্র দিয়ে হয়েছে। বেলজিয়ান ক্লাব ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে। আজ ম্যানসিটির বিপক্ষে অগ্নিপরীক্ষা মেসির পাশে থাকা নেইমার ও এমবাপ্পেদের। সিটি গত মৌসুমে ফাইনালে খেলেছে এই আসরে। আর ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়ন। মেসি পিএসজির হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। আর একটিও গোল আদায় করতে পারেননি। আজ কী গোলও পাবেন তিনি?