লিওনেল মেসির জাদুকরী ফুটবলে দারুণ জয় তুলে নিল আর্জেন্টিনা। উরুগুয়েকে বিশ্বকাপের বাছাই ম্যাচে তারা হারাল ৩-০ গোলে। এ ম্যাচে মেসি ছাড়া গোল করেছেন পল ও লাওতোরো মার্টিনেজ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ ২০২২ কাতারের বাছাইয়ে ১০ ম্যাচে আর্জেন্টিনার ২২ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। টানা ৯টি জয়ের পর ড্র করেছে নেইমারের দল।
লুইস সুয়ারেজ এ দফায় আটকাতে পারলেন না মেসির বাহিনীকে। ম্যাচের ৩৮ মিনিটে বক্সের বাহির থেকে ক্রস দেওয়ার উদ্দেশ্যে চিপ বা ফ্লিক করেন মেসি। আর্জেন্টিনার আরো একজন বক্সে বলে পা ছোঁয়াতে ছুঁটে গিয়ে ব্যর্থ হন। উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা বোকা বনে যান। বল সুন্দর বাঁক নিয়ে জালে জড়িয়ে যায়। পরে ৪৪ মিনিটে রড্রিগো ডি পল ও লাওতোরো মার্টিনেজ ৬২ মিনিটে গোল করেন। উরুগুয়ে গোলের দেখাই পায়নি। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুয়ারেজদের অবস্থান চতুর্থ।