মেসির জাদুতে কোপায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

জুন ২৯, ২০২১, ০১:৩৮ পিএম

মেসির জাদুতে কোপায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় এখন লিওনেল মেসি (১৪৮)। মাঠে নামার সাথে সাথে এই রেকর্ড হয়ে গেছে। আর মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি আরেকটি গোলে রাখলেন ভূমিকা। আর্জেন্টিনা ৪-১ গোলে বলিভিয়াকে হারিয়ে গ্রুপ (এ) চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল। 

লিওনেল মেসি জাতীয় দলের হয়ে ৭৫টি গোল করে ফেলেছেন। দক্ষিণ আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের (৭৭)। আর ২টি গোল পেছনে মেসি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো ও আলি দায়ি( সমান ১০৯ গোল)। 

ম্যাচের ৬ মিনিটে গোমেজ গোল করেন মেসির পাস থেকে। ৩৩ মিনিটে পেনাল্টি ও দারুণ ফ্লিকে ৪২ মিনিটে গোল করেন মেসি। ৬০ মিনিটে বলিভিয়ার এরউইন ১টি গোল শোধ করেছিলেন। ৬৫ মিনিটে মার্টিনেজ আবার আরেকটি গোল করেন। ফলে ৪-১ এ জয় আসে আর্জেন্টিনার। 

কোয়ার্টার ফাইনালের লাইনআপ হয়ে গেছে। ব্রাজিল মোকাবিলা করবে চিলির ও আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। অপর দুটি কোয়ার্টার ফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ও পেরু-প্যারাগুয়ের। 

 

 

Link copied!