নেইমার ও লিওনেল মেসি একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। ২০১৫ সালে নেইমার-মেসি-সুয়ারেজ জুটি চ্যাম্পিয়নস লিগ জেতে। নেইমার পরে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান। অবশ্য বার্সেলোনা ২০১৫ এর পর চ্যাম্পিয়নস লিগ জেতেনি। ওদিকে নেইমারের পিএসজিও ব্যর্থ হয়েছে। তবে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ পরে গিয়েছিল এই মৌসুমে। নেইমারের কপাল খারাপ। শেষ ষোলোর প্রথম লেগেও ফেলে আসা ক্লাবের মুখোমুখি হতে পারেননি। এবার দ্বিতীয় লেগেও ইনজুরির জন্য পারলেন না। ফলে নেইমার ও মেসির লড়াই দেখা থেকে বঞ্চিত হলেন ফুটবল রোমান্টিকরা।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, নেইমার বার্সেলোনার ম্যাচে খেলতে পারছেন না। ফরাসি কাপে গত ১০ ফেব্রুয়ারি কায়েনরের বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। ধারণা করা হচ্ছিলো ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় লেগে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে ফিরবেন তিনি। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আগামী ১১ মার্চ নেইমারকে নিজ মাঠে পার্ক ডেস প্রিন্সেস-এ পাচ্ছেন না পিএসজি।
গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের প্রথম পর্বে নেইমারকে ছাড়াই স্বাগতিক বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় পিএসজি।