মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ২, ২০২২, ০৪:২১ এএম

মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে মেয়ের সঙ্গে থাকতে হবে সাকিবকে। এজন্য দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ টেস্টেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন সাকিব। দেশে তার মেজো মেয়ে, একমাত্র ছেলে, মা এবং শাশুড়ি অসুস্থ থাকায় সিরিজের মাঝপথেই দেশে চলে আসেন সাকিব। এঁদের প্রায় সবাই সুস্থ হয়ে বাসায় ফিরলেও ক্যান্সার আক্রান্ত শাশুড়ি চিকিৎসাধীন এখনো।

এজন্য সাকিবের স্ত্রী শিশিরকে ঢাকায় থাকতে হচ্ছে। তার সঙ্গে থাকবে মেজো মেয়ে ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান। ওদিকে যুক্তরাষ্ট্রে বড় মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাচ্ছে। স্প্রিং থেকে সামারে যেতে হলে স্কুলে নিয়মিত হওয়া ছাড়া উপায় নেই। তাই আলাইনাকে নিয়েই সাকিব রাত ৮টা ২০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা জালাল ইউনুস মুঠোফোনে বলেছেন,‘সাকিবকে আমরা দ্বিতীয় টেস্টেও পাচ্ছি না। পারিবারিক কারণে তার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগছে। তার স্ত্রী ঢাকায় মায়ের সঙ্গে থাকবে। সাকিব মেয়েকে নিয়ে চলে যাবে যুক্তরাষ্ট্রে।’

ওয়ানডে সিরিজ জয়ের পর সাকিব টেস্ট সিরিজও খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু দেশে পরিবারের প্রায় সবাই অসুস্থ হওয়ায় সাকিবকে ফিরতেই হয়। দ্বিতীয় টেস্ট খেলার জোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু পারিবারিক কারণে সেই সম্ভাবনাও মিলিয়ে গেছে।

Link copied!