ম্যানচেস্টার সিটি উড়ছে

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩, ২০২১, ১০:৩৯ এএম

ম্যানচেস্টার সিটি উড়ছে

অপ্রতিরোধ্য গতিতে ছুঁটে চলেছে ম্যানচেস্টার সিটি। গতরাতে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের কল্যাণে সিটি ৪-১ ব্যবধানে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা ছিল পেপ গার্দিওলা বাহিনীর টানা ২১তম জয় । এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের সুবাসও পাচ্ছে সিটিজেনরা। ১৫ পয়েন্ট লিড পেয়ে গেছে ক্লাবটি। ২৭ ম্যাচে হয়ে গেছে ৬৫ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সেখানে ১ ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট তুলে আনতে পেরেছে। 

ম্যাচের ১৫ মিনিটে উলভারহ্যাম্পটনের ডিওডঙ্কার আত্মঘাতি গোল করেন। সিটি ১-০ তে এগিয়ে যায়। ৬১ মিনিটে উলভের কোডে সমতাসূচক গোলটি করতে পেরেছেন বটে। তবে ঝড় অপেক্ষা করছিল। খেলা শেষ হওয়ার ১০ থেকে ১৩ মিনিটে সিটি আরো তিন গোল পেয়ে যায়। ৮০ মিনিটে জেসুস স্কোর করেছিলেন (২-১)। ৯০ মিনিটে ৩-১ স্কোর করেন রিয়াদ মাহারেজ। যোগ করা (৯০+৩) সময়ে আবারো জালে বল জড়ান জেসুস। ফলে সিটি ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।  

Link copied!