বার্সেলোনা নয়। ম্যানচেস্টার সিটিতে আসতে যাচ্ছেন আরলিং হালান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বার্সেলোনা। ঠিক তখনই ম্যানচেস্টার সিটি এই প্রতিযোগিতায় ঢুকে পড়ে। অবশেষে আসছে পাকা খবর, সেই সিটিই শেষমেশ জয়ী হচ্ছে এই দৌড়ে। হালান্ড যাচ্ছেন সিটিতেই। প্রতি বছর বেতন পাবেন ২৭৪ কোটি টাকা, যে অঙ্ক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা কিলিয়ান এমবাপেরাও পান না।
জার্মানির নির্ভরযোগ্য সূত্র ধরে দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিশ্চিত, চলতি সপ্তাহেই আসছে চূড়ান্ত ঘোষণা। প্রাথমিকভাবে চুক্তির ব্যক্তিগত বিষয়গুলোতে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটির সঙ্গে হালান্ডের সমঝোতা হয়ে গেছে। ফলে এই অংশটা চূড়ান্ত হয়েই গেছে।
এর ফলে দুই ক্লাবের মধ্যে আলোচনার সব রাস্তা খুলে গেছে। ধারণা করা হচ্ছে হালান্ডের এই ইচ্ছাকে ডর্টমুন্ডও সম্মান জানাবে। আর হালান্ডের এই সিটির সঙ্গে সমঝোতার খবর জানে তারাও, এখন তারা অপেক্ষা করছে সিটির প্রস্তাবের।