রশিদ খান ও নবি আইপিএলে খেলবেন তো?

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৫:২০ এএম

রশিদ খান ও নবি আইপিএলে খেলবেন তো?

তালেবানদের দখলে আফগানিস্তান। সারাবিশ্বের চোখ আফগানিস্তানের দিকে। তবে আফগানিস্তানের পরিস্থিতি ও দেশটির ক্রিকেটারদের উপর চোখ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরে খেলবেন আফগানিস্তানের খেলোয়াড়রা। তাই রশিদ খান-মোহাম্মদ নবিদের নিয়ে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।

চলতি বছরের আইপিএল ভারতে শুরু হয়েছিল। করোনা বেড়ে যাওয়ায় স্থগিত হয়। আবার ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। আর ফাইনাল রয়েছে ১৫ অক্টোবর। 

তালেবানদের দখলে আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামগুলো। ক্রিকেট বোর্ডও দখলে নিয়েছে তারা। তাই আইপিএলে রশিদ-নবিরা খেলতে পারবে কি-না, তা নিয়ে ভাবছে বিসিসিআই।

তবে এই ভয়ানক পরিস্থিতিতেও আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবেন বলে আশাবাদি বিসিসিআই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যদের সাথে যোগাযোগ করবে বিসিসিআই। পিটিআইকে এমন কথাই জানিয়েছেন বিসিসিআইর এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা আশা করছি, রশিদ-নবীসহ অন্যান্য আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবে।’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সদস্য রশিদ-নবী। বর্তমানে ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেডে খেলছেন তারা। রশিদ ট্রেন্ট রকেটসে আর নবী লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন।

Link copied!