এপ্রিল ২০, ২০২২, ১০:২৮ পিএম
রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। ২৭ জুন শুরু হতে যাচ্ছে বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডন। নিষেধাজ্ঞার জবাবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার উপর এ নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য।
রুশ সরকারি মুখপাত্র দিমিত্রি পেশকোভ জানিয়েছেন, খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা আরোপ রাজনৈতিক অজ্ঞতা এবং প্রতিহিংসার পরিচয় দেয়। রাশিয়ান খেলোয়াড়দের ওপরে দেওয়া নিষেধাজ্ঞার কারণে এবারের উইমবল্ডনে অংশ নিতে পারছেন না বিশ্ব র্যাংকিংয়ে ২ নম্বরে থাকা রুশ টেনিস তারকা ডেনিল মেডভেডেভ।