রিয়াল মাদ্রিদের সামনে চেলসি

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ৬, ২০২২, ০৫:৫০ এএম

রিয়াল মাদ্রিদের সামনে চেলসি

উয়েফা চ্যামিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ বড় ম্যাচ। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদ মোকাবিলা করবে চেলসির। এই সময়ে চেলসি দারুণ ফর্মে রয়েছে। প্রথম লেগের ম্যাচে রিয়ালকে ভালই বেগ পেতে হবে। 

শেষ ১৬’তে পিএসজির বিপক্ষে অসাধারন ভাবে ফিরে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ হয়ে উঠেছে স্বপ্নের দল। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের নিয়ে গড়া তারকা সমৃদ্ধ ইউরোপের অন্যতম এলিট একটি ক্লাবকে নক আউট পর্বেও প্রথমেই বিদায় করে দেয়াটা যেকোন দলের জন্যই দারুন আত্মবিশ্বাসের। 

এখনো তাদের সামনে লা লিগা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবর্ন সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর সেল্টা ভিগোকে হারিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থানটি আরো এগিয়ে নিয়ে গেছে মাদ্রিদ। কিন্তু সবকিছুর পরেও কোচ হিসেবে আনচেলত্তির কৃতিত্ব এখনো পর্দার আড়ালেই রয়ে গেছে। গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হবার কারনে এখনো আনচেলত্তির চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগের বুধবারের ম্যাচের জন্য লন্ডন সফর নিশ্চিত নয়। এই ম্যাচের ফলাফলের উপরই কার্যত নির্ভর করছে আগামী মৌসুমে তিনি স্প্যানিশ জায়ান্টদের কোচ হিসেবে থাকছেন কিনা। 

স্পেনে সাধারণত এল ক্ল্যাসিকোর গুরুত্ব এতটাই যে আট মাসের কঠিন পরিশ্রমের পরও মাত্র ৯০ মিনিটের একটি ম্যাচে ভুলের মাধ্যমে আনচেলত্তি অনেকটাই আলোচনায় চলে এসেছে। গত মাসে পুনরুজ্জীতি বার্সেলোনার কাছে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদ। এই ফলাফলের পরেই আনচেলত্তির থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। মাদ্রিদের কাউন্টার এ্যাটাকিং স্টাইল, রোটেশনের অভাব ও বিশেষ করে পিএসজির বিপক্ষে প্রথম লেগে অতিরিক্ত প্যাসিভ মানসিকতার কারনে আনচেলত্তিকে নিয়ে ব্যপক সমালোচনা হয়েছে। লা লিগায় যদিও বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। কিন্তু তারপরেও জাভি হার্নান্দেজের অধীনে বদলে যাওয়া তরুন দলচি স্পেনের সবচেয় শক্তিশালী ও সম্ভাবনাময় দল হিসেবে মৌসুম শেষ করতে যাচ্ছে। 

Link copied!