রোনালদো ও পর্তুগালের কঠিন পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

জুন ২৭, ২০২১, ১১:৩৬ এএম

রোনালদো ও পর্তুগালের কঠিন পরীক্ষা

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোতে আজ দুটি খেলা। রাত দশটায় নেদারল্যান্ডস খেলবে চেক প্রজাতন্ত্রের সঙ্গে। আর পর্তুগালের ম্যাচ বেলজিয়ামের সঙ্গে রাত ১টায়। কোন দল শেষ আটে যাবে সেটা দেখার জন্য অপেক্ষা। 

গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে নক আউট পর্বের প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। এবারের আসরে জার্মানী ও ফ্রান্সের সাথে ডেথ গ্রুপে থাকা পর্তুগালের জন্য নক আউট পর্বের পথটাও মোটেই সহজ ছিলনা। হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমে ইউরো মিশন শুরু, এরপর জার্মানীর কাছে ৪-২ গোলে পরাজয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে ২-২ গোলের ড্রয়ে গ্রুপ-এফ‘র তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠে পর্তুগাল।

স্পেনের সেভিয়ায় বেলজিয়ামের বিপক্ষে  শেষ ১৬‘র লড়াইয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। নক আউট পর্বের অন্যতম ব্লকবাস্টার এই ম্যাচে টুর্নামেন্টের ফেবারিট যেকোন একটি দলকে বিদায় নিতে হচ্ছে।

গোল্ডেন বুটের ট্রফি জয়ে রোনালদো ও বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু উভয়ই এগিয়ে রয়েছেন। গ্রুপ পর্ব শেষে রোনালদোর নামের পাশে পাঁচ গোল যোগ হলেও লুকাকু করেছেন তিন গোল।

বেলজিয়াম গ্রুপ পর্বের একটি ম্যাচেও হারেনি। টানা ৩ ম্যাচ জিতে তারা শেষ ষোলোয় উঠেছে। এছাড়া দলটি দ্রুত গতি সম্পন্ন। যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে তারা। 

নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের ম্যাচটি হবে ফিফটি ফিফটি। তবে লড়াইয়ে রঙ ছড়াবে সেটা বোঝা যাচ্ছে। 

Link copied!