রোনালদো ও মেসির ভক্তরা হতাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৪১ পিএম

রোনালদো ও মেসির ভক্তরা হতাশ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির অনুরাগীরা দিন গুনতে শুরু করেছিলেন। কারণ, সোমবার চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটের প্রথম ড্র অনুযায়ী দুই মহাতারকার সম্মুখ সমর নিশ্চিত হয়। রাউন্ড অব সিক্সটিনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলার কথা ছিল পিএসজি’র বিরুদ্ধে। কিন্তু এক ঘণ্টা অতিক্রম হতে না হতেই ফুটবলপ্রেমীদের হৃদয় ভাঙল। উয়েফা বিবৃতি দিয়ে জানায়, ‘যান্ত্রিক গোলযোগের কারণে এই ড্র ঠিকভাবে হয়নি। তা ফের হবে।’ দ্বিতীয়বার হওয়া ড্র অনুযায়ী, পিএসজি প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পেয়েছে। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। প্রথম ড্র’য়ে ম্যান ইউয়ের বিরুদ্ধে খেলার কথা ছিল ভিয়ারিয়ালের। কিন্তু উয়েফার নিয়মানুসারে একই গ্রুপের দল নক-আউটে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।

ফলে ম্যান ইউকে সরিয়ে আবার ড্র হয়। তাতে ভিয়ারিয়ালের খেলা পড়ে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে। কিন্তু, এই ম্যাচ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। বিতর্কের জেরে দ্বিতীয়বার ড্র’য়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় উয়েফা। উল্লেখ্য, প্রথম ড্র অনুসারে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বেনফিকাকে পেয়েছিল রিয়াল। কিন্তু এবার কার্লো আনসেলোত্তি-ব্রিগেডকে সামলাতে হবে পিএসজি’র মতো শক্তিশালী দলকে। অন্যদিকে, ম্যান সিটির বদলে ভিয়ারিয়াল পেয়েছে জুভেন্তাসকে। চেলসির অবশ্য প্রতিপক্ষ পরিবর্তন হয়নি। লিলির বিরুদ্ধে খেলবেন রোমেলু লুকাকুরা। উল্লেখ্য,শেষ ষোলোর প্রথম লেগ হবে যথাক্রমে ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি। আর ফিরতি পর্বের খেলা যথাক্রমে ৮,৯, ১৫ ও ১৬ মার্চ।

এদিকে সার্জিও রামোস পিএসজির হয়ে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ক্যারিয়ারের বেশিরভাগ কেটেছে রিয়াল মাদ্রিদের হয়ে। সেই তিনি পিএসজিকে এবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাইয়ে দিতে চান। তিনি বলেছেন,‘ আমি আমার দলের জন্য সব কিছু করতে রাজি আছি। পিএসজির হয়ে যেকোনো কিছু করতে পারি। 

Link copied!