রোনালদো প্রস্তুত, আজ প্রতিপক্ষ হাঙ্গেরি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২১, ০৩:৫৪ এএম

রোনালদো প্রস্তুত, আজ প্রতিপক্ষ হাঙ্গেরি

প্যারিসে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সকে হারায় পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো চোটগ্রস্ত ছিলেন। তবে এডার জয়সূচক গোলটি করে পর্তুগালকে শিরোপা এনে দেয়। এবার পর্তুগালের শিরোপা ধরে রাখার মিশন। আর আজ বুদাপেস্টে ফ্রেরেঙ্ক পুসকাস অ্যারেনায় পর্তুগাল উদ্বোধনী ম্যাচ খেলবে হাঙ্গেরির সঙ্গে। 

রোনালদো গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন,‘ আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি রয়েছি। এই দলটি তরুণ হলেও স্বপ্নবাজ। আমি জানি প্রতিটি খেলোয়াড় প্রস্তুতি রয়েছেন। 

রোনালদোর এখন ৩৬ বছর বয়স চলছে। আন্তর্জাতিক ফুটবলে ১০৪ গোল তার। আর ৫টি গোল হলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। রোনালদো আরো যোগ করেন,‘ আগের চেয়ে আমি আরো পরিণত। যদি কোনো খেলোয়াড় অনেক বছর খেলতে চায় তো তাকে জানতে হবে কিভাবে মানিয়ে নিতে হয়। ১৮ বছর বয়স থেকে ৩৬ অবধি আমি এটা শিখেছি। 

পর্তুগাল ও হাঙ্গেরির গ্রুপে রয়েছে ফ্রান্স ও জার্মানি। আজ ফ্রান্স-জার্মানির লড়াই রয়েছে। এই গ্রুপ ‘এফ’ কে মৃত্যুকুপও বলা হচ্ছে। চারটি দলই ভাল। দুর্দান্ত লড়াইয়ের জন্য অপেক্ষা ফুটবল বিশ্বের। 

Link copied!